আ'লীগ নিষিদ্ধের দাবিতে মহা সমাবেশের ডাক

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১১:৪২:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০২:৫৫:৫২ অপরাহ্ন
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে আজ সমাবেশ করা হবে। শুক্রবার (৯ মে) জুমার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে মিন্টো রোড সংলগ্ন সড়কে ফোয়ারার সামনে এ সমাবেশ হবে। সমাবেশ ঘিরে বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সকাল সাড়ে আটটার দিকে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা জনসমুদ্র হবে সেখানে। আজকে সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। সারাদেশের জনগণকে বলবো, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আপনারা রাজপথে নেমে আসুন।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ চলছে। শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে। এদিকে, সমাবেশ ঘিরে মিন্টো রোডে ফোয়ারার সামনে পাঁচটি পিকআপভ্যানে বাঁশ-কাঠসহ অন্য সরঞ্জামাদি দিয়ে মঞ্চ তৈরির কাজ চলছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 
  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :