
আগামী ১৫ মে থেকে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু করছে বিএনপি। তা আগামী ১৫ জুলাই পর্যন্ত টানা দুই মাস চলবে। এ সময়ে নতুন এক কোটির বেশি সদস্য সংগ্রহ করার ঘোষণা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। তিনি এই কমিটির আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়, দলের প্রাথমিক সদস্য সংগ্রহও করা হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদি দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। দিনের পর দিন তারা এই দলীয় কার্যালয় আক্রমণ করেছে। প্রয়োজনীয় জিনিসপত্র কম্পিউটার, টাইপ টাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে। আমাদের দলীয় কার্যালয় কতবার ভাঙচুর, তছনছ করেছে, দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে। সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা আমাদের জন্য কঠিন ব্যাপার। কিন্তু তা করতে হচ্ছে।
তা ছাড়া আমাদের দল করতে কত লোক আগ্রহী সেটাও সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে জানতে পারব, যোগ করেন রিজভী।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। তিনি এই কমিটির আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়, দলের প্রাথমিক সদস্য সংগ্রহও করা হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদি দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। দিনের পর দিন তারা এই দলীয় কার্যালয় আক্রমণ করেছে। প্রয়োজনীয় জিনিসপত্র কম্পিউটার, টাইপ টাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে। আমাদের দলীয় কার্যালয় কতবার ভাঙচুর, তছনছ করেছে, দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে। সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা আমাদের জন্য কঠিন ব্যাপার। কিন্তু তা করতে হচ্ছে।
তা ছাড়া আমাদের দল করতে কত লোক আগ্রহী সেটাও সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে জানতে পারব, যোগ করেন রিজভী।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে