​আবদুল হামিদ ইস্যুতে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৮:২৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:২১:১৪ পূর্বাহ্ন
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগকে ঘিরে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে প্রত্যাহার ও দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) রাত পৌনে ৮টার দিকে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত কর্মকর্তাদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় মো. আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলায় আরও নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, যার মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদের। এ মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।  

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

জড়িতদের শাস্তি দিতে না পারলে চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :