
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে ঢাকায় বিচার বিভাগীয় কর্মচারীরা দেড় ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এ কর্মবিরতি পালন করে। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি শুরু করে সংগঠনটি।
এ সময় বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালের কর্মরত কর্মচারীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ব্যানার নিয়ে উপস্থিত হন।কর্মবিরতি শেষে সকাল ১১টায় তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শেষ করেন। পরে কর্মচারীরা নিজ নিজ আদালত ও ট্রাইব্যুনালে ফিরে যান।গত ১৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি মো. রেজোয়ান খন্দকার এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
এ সময় বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালের কর্মরত কর্মচারীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ব্যানার নিয়ে উপস্থিত হন।কর্মবিরতি শেষে সকাল ১১টায় তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শেষ করেন। পরে কর্মচারীরা নিজ নিজ আদালত ও ট্রাইব্যুনালে ফিরে যান।গত ১৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি মো. রেজোয়ান খন্দকার এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন