
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সড়কের দুই পাশ পুরো ব্লক হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় এ যানজটের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দুই দিকের ৫০ কিলোমিটার এলাকায়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে উল্টে যায়। হাইওয়ে পুলিশের যে রেকার আছে, তার ধারণক্ষমতার বাইরে ওই কাভার্ডভ্যান। পরে ফেনী থেকে রেকার এনে পড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেছেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা করে বুড়িচংয়ের নিমসার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। কোথাও ৫ মিনিট গাড়ি চললে আবার ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। অথচ, এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় এ যানজটের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দুই দিকের ৫০ কিলোমিটার এলাকায়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে উল্টে যায়। হাইওয়ে পুলিশের যে রেকার আছে, তার ধারণক্ষমতার বাইরে ওই কাভার্ডভ্যান। পরে ফেনী থেকে রেকার এনে পড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেছেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা করে বুড়িচংয়ের নিমসার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। কোথাও ৫ মিনিট গাড়ি চললে আবার ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। অথচ, এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে