ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৩:৫২:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৩:৫২:০১ অপরাহ্ন
​হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি! ​ছবি: সংগৃহীত
এবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের হুমকি দিল দেশটির সরকার। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিছু ভিসাধারীর তথ্য জানাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ না মানলে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা হারাবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বুধবার (১৬ এপ্রিল) বলেছেন, তিনি হার্ভার্ডকে একটি চিঠি লিখেছেন। তাতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রশাসনকে বিদেশি শিক্ষার্থীদের ‘অবৈধ ও সহিংস কার্যকলাপের’ তথ্য দিতে বলা হয়েছে। 

ক্রিস্টি নোয়েমের কথায়, ‘যদি হার্ভার্ড তার জবাবদিহির শর্তগুলো সম্পূর্ণরূপে মেনে না চলে, তাহলে বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রদের ভর্তির সুযোগ হারাবে।’ সেই সঙ্গে নোয়েম হার্ভার্ডকে ২৭ লাখ ডলারেরও বেশি ডিএইচএসের দুটি অনুদান বন্ধ করার ঘোষণাও দিয়েছেন।

এদিকে হার্ভার্ডের মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয় নোয়েমের চিঠি সম্পর্কে অবগত।  চিঠিতে অনুদান বাতিল এবং বিদেশি ছাত্র ভিসার বিষয়ে তদন্তের কথা বলা হয়েছে। তবে হার্ভার্ড তাদের আগের অবস্থানেই অনড় বলে জানান তিনি। 

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এগুলো না মানলে তহবিল আটকে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত।
 
 সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া ও পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যান্টিসেমিটিজম বা ইহুদিবিদ্বেষ মোকাবিলা করা সম্ভব হবে।
 
গত মাসে ৪০০ কোটি ডলার তহবিল বাতিলের হুমকির পর ট্রাম্প প্রশাসনের শর্ত মেনে নেয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডও কিছু ছাড় দিয়েছিল। যেমন ইহুদিবিদ্বেষ মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠন এবং মিডল ইস্ট স্টাডিজ সেন্টারের প্রধানকে অপসারণ করা হয়।
 
কিন্তু এবার হোয়াইট হাউজের অতিরিক্ত শর্ত গত সোমবার (১৪ এপ্রিল) প্রকাশ্যে প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যা এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় করতে সাহস করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ট্রাম্প প্রশাসন তাদের শিক্ষাঙ্গনকে ‘নিয়ন্ত্রণের চেষ্টা’ করছে।
 
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ