ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​‘শাহবাগী’ নাম দিয়ে গরু জবাই, সন্ধ্যায় ইফতার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০২:১৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:২৮:২৪ অপরাহ্ন
​‘শাহবাগী’ নাম দিয়ে গরু জবাই, সন্ধ্যায় ইফতার ​ছবি: সংগৃহীত
শাহবাগীবিরোধী ঐক্যের আয়োজনে শাহবাগে একটি গরু আনা হয়েছে। জানা গেছে শাহবাগীদের প্রতীকী হিসেবে এই গরুটিকে চিহ্নিত করা হচ্ছে।

শাহবাগীরা গোসল করে না, এই দাবিতে গরুটিকে গোসল করানো হয়েছে। শাহবাগীদের নাম নিয়েই গরুটিকে জবাই দেয়া হয়েছে। এই গরুটির মাংস দিয়েই বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার মাহফিল হবে। ইফতার মাহফিলে বাংলাদেশে যাদেরকে যুদ্ধাপরাধী বলে ফাঁসি দেয়া হয়েছিলো সেই সকল পরিবারের সদস্যরা থাকবে। 

গরু জবাইয়ের মাধ্যমে তারা বার্তা দিতে চায় যে আর একটাও শাহবাগী যাতে তৈরি না হয়। 

ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন হুম্মাম কাদের চৌধুরী, শামিম সায়েদী এবং ২৪ এর গণঅভুত্থানে শহীদদের পরিবার। 

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে শাহবাগবিরোধী ঐক্য। গরুটির গায়ে লেখা ছিলো শাহবাগী। 

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ