ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​‘জনশক্তি’ নাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৬:২১:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৬:২১:০১ অপরাহ্ন
​‘জনশক্তি’ নাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন। 

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির জরুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। 

এতে সামান্তা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম 'জনশক্তি'। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ