ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ সাবেক মন্ত্রী মেনন-কামরুলসহ ৬জনকে নতুন মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৪:৫১:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৪:৫১:২০ অপরাহ্ন
​ সাবেক মন্ত্রী মেনন-কামরুলসহ ৬জনকে নতুন মামলায় গ্রেপ্তার ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর পাঁচ থানার পৃথক ছয় মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ ছয় জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
অন্য আসামিরা হলেন– সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ, নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী। এর আগে, ওই ছয় জনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদন মঞ্জুর করেন বিচারক।
২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় মেয়রের নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রাজধানীর নাজিম উদ্দীন রোড এলাকায় কারখানা শ্রমিক রাকিব হাওলাদার (১৬) হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর কামরাঙ্গীচর থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির দুই মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। উত্তরা পূর্ব থানা এলাকায় শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভী (২০) হত্যা মামলায় আওয়ামী লীগের নরসিংদী জেলার শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। ৩ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করা হয়।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ