ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​দেড় মিলিয়ন ডলারে বাজপাখি!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৪:৫৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৪:৫৯:১৩ অপরাহ্ন
​দেড় মিলিয়ন ডলারে বাজপাখি!
সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে গেলো বাজপাখি নিয়ে নিলামে কেনা-বেচা। প্রতি বছর এই নিলামের আয়োজন করে থাকে সৌদি ফেলকন ক্লাব। মোট ৪৫ দিন চলে এই ইভেন্ট। সেই সাথে প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন ডলারের বাজপাখি বিক্রি হয়েছে এই নিলামে। এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মোট ৩০টি সাইট থেকে ৫০টি বাজপাখির সমাবেশ ঘটানো হয়। একটি অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যেও এই নিলামের সঙ্গে যুক্ত থাকার সুযোগ ছিল। মেলা শুরু হওয়ার পর ষষ্ঠ রাতে অনুষ্ঠিত একটি নিলামে এবার সর্বোচ্চ দর উঠেছে ৪ লাখ সৌদি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা সোয়া এক কোটি টাকারও বেশি।

নিলামের শেষ রাতে বিক্রি হয়েছে তিনটি বাজপাখি। সম্মিলিতভাবে এই পাখি তিনটি বিক্রি হয়েছে ৩ লাখ ৬৭ হাজার সৌদি রিয়ালে। এর মধ্যে একটি পাখির মূল্য ছিল ২ লাখ ১ হাজার সৌদি রিয়েল। এই হিসেবে বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখের বেশি টাকায় বিক্রি হয়েছে বাজপাখিটি।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ