আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৭-২০২৫ ০২:৪৪:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৭-২০২৫ ০২:৪৪:২৪ অপরাহ্ন
ফাইল ছবি
কক্সবাজার পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক পৌর কাউন্সিলর (সংরক্ষিত) শাহেনা আকতার পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান বিষয়িটি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেত্রী শাহেনা আকতার পাখি কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বাসায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স