ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​বিচার সংস্কার নির্বাচন এগিয়ে নিতে হবে সমান্তরালভাবে: ডা. শফিকুর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৮:৫৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:০০:২৪ অপরাহ্ন
​বিচার সংস্কার নির্বাচন এগিয়ে নিতে হবে সমান্তরালভাবে: ডা. শফিকুর ​ছবি: সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন- এই তিনটি প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটতে পারে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠান ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, শহীদ পরিবারের সদস্যরা কোনো বিচার না দেখে নির্বাচনে আগ্রহী নন। তাদের বক্তব্য- যারা জঘন্য অপরাধ করেছে, তাদের মধ্যে অন্তত কয়েকজনের বিচার চোখে দেখতে চাই।

এ সময় জামায়াত আমির জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিংয়ের কথা উল্লেখ করে বলেন, সেখানে কিছু অপূর্ণতা ছিল- তা পূরণ করে বিচার নিশ্চিত করতে হবে। আমাদের ওপর অবিচার হয়েছে, আমাদের নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে। এমন বিচার আর দেখতে চাই না।

শফিকুর রহমান বলেন, বিচার যেন শতভাগ স্বচ্ছ ও ন্যায়ের ভিত্তিতে হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা পেলে কেউই পার পাবেন না- এ বিশ্বাসই আমাদের। যারা খুন করেছে, তারা যেন তাদের ন্যায্য শাস্তি পায় এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয়। এই প্রক্রিয়ায় দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় জামায়াত আমির বলেন, সরকার গঠনে সুযোগ পেলে কিংবা বিরোধী দলে থাকলেও জামায়াতের ভূমিকা হবে ‘স্পষ্ট, ন্যায়নিষ্ঠ ও অকুতোভয়’। আমরা কাউকে ভয় করব না, শুধু আল্লাহকে। দায়বদ্ধ থাকব নিজের বিবেক ও দেশবাসীর কাছে। অন্য দলগুলো থেকেও একই প্রতিশ্রুতি আশা করি।

শফিকুর রহমান আরও বলেন, কে সরকার গঠন করবে তা নিয়ে প্রশ্ন নেই। তবে যারাই আসুক, তারা যেন জাতির এই আমানত রক্ষা করেন। আমাদের যেন কেউ বিশ্বাসঘাতক বলতে না পারে। সরকার ও বিচার বিভাগ আপসহীন থেকে চলবে- এই প্রত্যাশা করি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ