মাইলস্টোনে ছুটি বাড়ল আরও তিনদিন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-০৭-২০২৫ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৫ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন
ফাইল ছবি
তৃতীয় দফায় আরও তিনদিন— মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২৯, ৩০ ও ৩১ জুলাই) ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস। আগামী রোববার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৮ জুলাই) বিকালে প্রতিষ্ঠানটির ভাইস-প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে প্রথম দফায় ২২, ২৩ ও ২৪ জুলাই তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ ও ২৮ জুলাই ছুটি ঘোষণা করা হয়। সর্বশেষ তৃতীয় দফায় আবারও তিনদিনের ছুটি ঘোষণা করা হলো।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিমান দুর্ঘটনার পর থেকে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট নিশ্চিত করতে এই যোগাযোগ ও আলোচনা করা হচ্ছে, যা কাউন্সেলিংয়ের একটি অংশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সব প্রস্তুতি শেষে আগামী ৩ আগস্ট দিয়াবাড়ি ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স