লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৭-২০২৫ ০৬:১২:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৫ ০৮:৩৯:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি উল্টে যায় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।
লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী জানান, উদ্ধার অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে এমন ঘটনা ঘটলো তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু মোস্তফা আলম সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স