খুলনায় বাগান থেকে নবজাতক উদ্ধার: দত্তক নিতে আগ্রহী অনেকে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৭-২০২৫ ০১:৪৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৫ ০১:৪৭:৪৯ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
খুলনার ফুলতলা উপজেলার একটি বাগান থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার হয়েছে। রবিবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার বাগান থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাকে দত্তক নিতে নিঃসন্তান দম্পতিরা আগ্রহ দেখান। তাদের অনেকেই উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার ও পুলিশের দারস্থ হন শিশুটিকে দত্তক নিতে।
এলাকাবাসী জানান, গত রবিবার ভোর সাড়ে ৬টার দিকে মিস্ত্রিপাড়া এলাকার একটি বাগানের মধ্যে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান সোনিয়া (৩২) নামে এক গৃহবধূ। তিনি শিশুটিকে উদ্ধার করেন। স্থানীয় সাংবাদিক তাপস কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে ফুলতলা হাসপাতালে নিয়ে যান।
পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতক সুস্থ্য আছে বলে জানান চিকিৎসক। নবজাতক উদ্ধারের এ খবর চাউর হলে হাসপাতালে ভিড় করেন উৎসক জনতা। এসময় নিঃসন্তান দম্পত্তিরা ফুটফুটে কন্যা নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। অনেকে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, পুলিশ ও সাংবাদিকদের দারস্থ হন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বলেন, “বিধি মোতাবেক উপজেলা সমাজসেবা কমিটি সেভ হোমে শিশুটিকে প্রেরণ করবে। সেইভ হোম কর্তৃপক্ষ শিশুটিকে দত্তক নিতে আগ্রহী ব্যক্তিদের বিষয় খোঁজ খবর নিয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী হস্তান্তর করবে।”
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স