ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​যে তরুণরা দেশ গঠন করবে তারাই চাঁদাবাজি করছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:৪৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৩৫:৫৮ অপরাহ্ন
​যে তরুণরা দেশ গঠন করবে তারাই চাঁদাবাজি করছে: মির্জা ফখরুল ফাইল ছবি
যে তরুণরা দেশ গঠন করবে তারাই এখন চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ জুলাই) ঢাকায় যুবদলের গ্রাফিতি আর্টস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিষয়ের বর্ষপূতি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে। 

তিনি বলেন, “যারাই চেষ্টা করুক চাপে ফেলে বিএনপি বেকায়দায় ফেলা যাবে না, কোনো দেশের ওপর দল নির্ভরশীল নয়।” বিএনপির মহাসচিব বলেন, “জুলাই আন্দোলন শুধু কয়েকজন ছেলে, নির্দিষ্ট কোনো দল, গুটি কয়েক ছাত্রদের নয়, এটা ছিল সব বয়সী মানুষের। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সেদিন গোটা বাংলাদেশ নেমেছিল। আর এর উদ্দেশ ছিল গণতান্ত্রিক ও ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ