ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নিয়ম

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন
​সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নিয়ম ফাইল ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর লিখে দেওয়ার বাধ্যবাধকতা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।রোববার (২৭ জুলাই) সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিব বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু, তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর পাসপোর্ট নম্বর লিখে দেওয়া হচ্ছে না। সরকারি আদেশে পাসপোর্ট নম্বর দেওয়া না থাকায় কর্মকর্তা বা কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ অবস্থায় কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে পাসপোর্ট নম্বর দেওয়ার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ