ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১২:৪৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১২:৪৫:২৮ অপরাহ্ন
​কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জ জেলা কারাগারে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নুর (৬০) মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) ভোররাত ৪টার দিকে অসুস্থ অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে, শনিবার (২৬ জুলাই) দিনগত রাত ৩টার দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হওয়ার পর প্রাথমিকভাবে তাকে কারাগারেই চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।

নিহত সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামের বাসিন্দা।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েতুল্লাহ বলেন, রাত ৩টার দিকে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত নান্নুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সারোয়ার হোসেন নান্নু একটি হত্যা ও মারামারির মামলায় চলতি বছরের ৫ মে থেকে কারাবন্দি ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ