শ্রীপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৭-২০২৫ ১০:৪১:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-০৭-২০২৫ ১০:৪১:১৪ পূর্বাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। রবিবার (২৭ জুলাই) সকালে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, আজ সকাল ৬টার দিকে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন।শ্রমিক মনির হোসেন বলেন, “চুক্তি অনুযায়ী সাত মাসের বেতন ও অন্যান্য ভাতা বকেয়া রয়েছে। বারবার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ আমাদের পাওনা বুঝিয়ে দিচ্ছে না। আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ছেলে-মেয়েদের স্কুলের বেতন দিতে পারছি না। বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।”
অপর শ্রমিক রুহুল আমিন বলেন, “আমরা ১০ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। এর মধ্যে রয়েছে বকেয়া বেতন দ্রুত পরিশোধ, যোগ্যতা অনুযায়ী সঠিক পদে নিয়োগ, অযোগ্য ব্যক্তিদের অপসারণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলছে। তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করা হলেও তারা আমাদের কথা না শুনেই সড়ক অবরোধ করেন।”শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ‘পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে।”
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স