রাজধানীর মিটফোর্ডে হত্যাকাণ্ড: আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৭-২০২৫ ০১:৩০:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৫ ০১:৩০:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গাড়ি ব্যবসায়ী লাল চান সোহাগ হত্যার এজহারভুক্ত আসামি সরোয়ার হোসেন টিটুসহ সব আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার।
শুক্রবার (২৫ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সোহাগ হত্যার সাথে জড়িত সবার ফাঁসি দাবি করে তার পরিবারের সদস্যরা বলেন, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড পুরান ঢাকার আনারুল হক, কাইয়ুম মোল্লা, সরোয়ার হোসেন টিটু, রাকেশ ও মোজাফফর হোসেন বাবুলকে গ্রেপ্তার করতে হবে।
তারা বলেন, উল্লেখিত আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মৃত লাল চান সোহাগের পরিবারের সদস্যরা নিরাপদ নয়, যেকোনো সময় ক্ষতি করতে পারেন এই হত্যা মামলার এজারভুক্ত আসামি সরোয়ার হোসেন টিটু। নিহত সোহাগের পরবর্তী প্রজন্মকে প্রতিহিংসার হাত থেকে বাঁচাতে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান পরিবারের সদস্যরা
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স