থাই-কম্বোডিয়া সংঘাত: বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৭-২০২৫ ০৮:৪৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৭-২০২৫ ০৯:১২:১৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী অঞ্চলে চলমান সংঘাতের কারণে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাই-কম্বোডিয়া সীমান্তে ভ্রমণকারী কিংবা বসবাসরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করতে বা পরিস্থিতি অনুযায়ী সরে যেতে অনুরোধ করা হচ্ছে।
এছাড়া, দুই দেশের মধ্যে সংঘর্ষপূর্ণ এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের মন্তব্য বা তথ্য শেয়ার করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের +৬৬৮১৮৭০৮৪৪৩ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত এলাকায় সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার ছোড়া একটি মিসাইলের আঘাতে থাইল্যান্ডের নয়জন নাগরিক নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় থাইল্যান্ডও আকাশপথে কম্বোডিয়ার ভেতরে অভিযান চালিয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স