এমডি নিয়োগে কৌশলী হলো নেসকো!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৭-২০২৫ ০৫:০৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৭-২০২৫ ০৫:০৭:০৫ অপরাহ্ন
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক পদের নিয়োগ পরীক্ষা আগামী শনিবার (২৬ জুলাই) সকাল দশটায় রাজধানীর আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত হবে। নেসকোর মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের নিমিত্ত কোম্পানি সচিবের দপ্তরের স্মারক নং-২৭.২৯.০০০০.০৮২.১১.০০২.২৫-৬৮; তারিখ: ২৪/০৩/২০২৫ খ্রি. এবং স্মারক নং-২৭.২৯,০০০০,০৮২.০১১.০৬.২৫.১১৭; তারিখ: ২১/০৫/২০২৫ খ্রি. মোতাবেক জারিকৃত যথাক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি ও পুন: নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ কমিটি কর্তৃক বাছাইকৃত ও বিগত ২৯/০৬/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত নেসকো পরিচালনা পর্ষদের ২০৫তম সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে নিম্নোক্ত (ট্র্যাকিং নম্বরধারী) প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চিঠিতে বাছাই করা ১৫ জন প্রার্থীকে পরীক্ষার জন্য ডাকা হয়েছে। নেসকো সূত্রে জানা গেছে, ওই দিন ১৫ প্রার্থীর মধ্য থেকেই এমডি নিয়োগের জন্য নাম সুপারিশ আকারে বিদ্যুৎ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হবে।
প্রতিষ্ঠানটির এইচআর সূত্র থেকে জানা যায়, মূলত গণমাধ্যমের দৃষ্টি এড়াতে এবার নেয়া হয়েছে নতুন কৌশল। চিঠিতে প্রার্থীদের নাম প্রকাশ না করে ট্র্যাকিং নম্বর (রোল নম্বর) উল্লেখ করে ভাইভা কার্ড পাঠানো হয়েছে।
ভাইভা কার্ড পেয়েছেন যারা- 137681 (410101), 137701 (410102), 137723 (410103), 137762 (410104), 137801 (410105), 137824 (410106), 137825 (410107), 137826 (410108), 137827 (410109), 137832 (410110), 137833 (410111), 137901 (410112), 137922 (410113), 137943 (410114) এবং 138002 (410115)।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স