ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি মাসে আক্রান্ত ২৫

​ফেনীতে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:২৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:২৫:৩৪ অপরাহ্ন
​ফেনীতে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক ​ছবি: সংগৃহীত
ফেনীতে ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উদ্বেগজনক রূপ নিচ্ছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন আরও চার জন। চলতি জুলাই মাসে এ পর্যন্ত জেলায় মোট ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে জুন মাসে আক্রান্ত হন ২ জন। সবমিলিয়ে চলতি বছরে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ২৩ জন, সোনাগাজীতে ১ জন, ছাগলনাইয়ায় ২ জন ও পরশুরাম উপজেলায় ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। যাদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে সদর উপজেলার ১ জন, ছাগলনাইয়ার ১ জন ও পরশুরামের ২ জন রয়েছেন। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে মজুদ আছে ৬ হাজার ৯১৪টি কিট।

শহরের শাহীন একাডেমি রোডের ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে ফেনীতে ভারী বৃষ্টিপাতে শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। ড্রেন ও রাস্তায় পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বাড়ছে। এতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পৌরসভা যদি নিয়মিত ও কার্যকরভাবে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে তাহলে এ সংক্রমণ অনেক কমে আসবে।

ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, মশার উপদ্রবে আতঙ্কে দিন পার করছি। এখনো পুরো বর্ষা মৌসুম রয়ে গেছে। মশক নিধন কার্যক্রমে সংশ্লিষ্টদের আরও জোরালো ভূমিকা রাখা প্রয়োজন। ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ড্রেন পরিষ্কারসহ মশক নিধনে পৌরসভার কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকলে ও সঠিক সময়ে প্রতিষেধক নিলে এ রোগ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ