ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​ইতালিকে কাঁদিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:২৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:২৯:১১ অপরাহ্ন
​ইতালিকে কাঁদিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড ​ছবি: সংগৃহীত
ইতিহাস কখনও বিদায় বলে না, বলে আবার দেখা হবে। তেমনই এক ঘটনা ঘটে গেলে ইউরো কাপের সেমিফাইনালে ইতালি-ইংল্যান্ড ম্যাচে। ২০২২ সালের ইউরো ফাইনালে ক্লোয়ি কেলি যেমন ছিলেন ইংল্যান্ডের জয়ের নায়িকা। তেমনি ২০২৫ সালে ইংল্যান্ডকে ফাইনালে তোলার মুহূর্তে জয়ের নায়িকা সেই কেলি।

অতিরিক্ত সময়ের ১২০তম মিনিটে ক্লোয়ি কেলির নেয়া পেনাল্টির রিবাউন্ডে গোল করে ইতিহাস গড়লেন তিনি। ইউরো ইতিহাসের অন্যতম সেরা ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড।

১২০তম মিনিটে ইংল্যান্ডের আক্রমণভাগে আ্যগি বিবার-জোনসকে ডি-বক্সে ফাউল করে বসেন ইতালির ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি, দিলেন পেনাল্টির সিদ্ধান্ত। তবে শট ঠেকিয়ে দেন ইতালির গোলরক্ষক লরা জুলিয়ানি। কিন্তু ক্লোয়ি কেলি ছিলেন প্রস্তুত। ফিরতি বলে গোল করার সঙ্গে সঙ্গে উলালাসে মেতে উঠে ইংল্যান্ড শিবির।

তার আগে অবশ্য ইংলিশদের ম্যাচে ফেরান মাত্র ১৭ বছর বয়সী বদলি স্ট্রাইকার মিশেল আগিয়েমাং। ম্যাচের ৯৬তম মিনিটে তার গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষেও গোল করেছিলেন তরুণ এ স্ট্রাইকার।

তবে ম্যাচের শুরুটা ছিল ইতালির দখলে। ২৮ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠে অনেকটা চমকে দিয়েছিল তারা। ৩৩ মিনিটে বারবারা বোনানসিয়ার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়েও যায় দলটি। ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জের ভুল পাস থেকে সুযোগটি তৈরি করেছিলেন সোফিয়া ক্যান্টোরে।

প্রথমার্ধে ইংল্যান্ড বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও ইতালির গোলরক্ষক জুলিয়ানি বারবার সামনে দাঁড়ান দেয়াল হয়ে। বিরতির পর চোট পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার লরেন জেমস। এরপরও আক্রমণের ধার হারায়নি ইংলিশরা।

৮৬ মিনিটে হান্নাহ হ্যাম্পটনের অসাধারণ ডাবল সেভ ম্যাচে রাখে ইংল্যান্ডকে। পরে ১১৭ মিনিটে আগিয়েমাংয়ের শট লেগে ফিরে আসে পোস্ট থেকে। ঠিক এরপরই আসে সে বহুল প্রতীক্ষিত মুহূর্ত। পেনাল্টি পেয়ে ইতিহাসগড়া গোল করেন কেলি।

এ জয়ে ইংল্যান্ড নিশ্চিত করল তাদের টানা তৃতীয় ফাইনাল। শনিবার (২৭ জুলাই) ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি না স্পেন তা নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালে। তবে ক্লোয়ি কেলি ইতোমধ্যে আবারও জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের পাতায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ