ইউনেসকো থেকে সরে আসার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৭-২০২৫ ০৬:১৬:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৫ ০৬:১৬:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেসকো থেকে সরে আসার ঘোষণা দিয়েছে আমেরিকা। মঙ্গলবার (২২ জুলাই) ইসরায়েলবিরোধী পক্ষপাত ও চীনের প্রভাব বৃদ্ধির অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে এই তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগেরবার প্রেসিডেন্ট হওয়ার পরও একই সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্যারিস-ভিত্তিক সংস্থাটিতে নিজেদের ফের যুক্ত করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলছেন, ইউনেসকোতে থাকাটা আমেরিকার জাতীয় স্বার্থবিরোধী। কারণ, সংস্থাটির বিভেদমূলক সামাজিক ও সাংস্কৃতিক চেতনা প্রচার। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর অতিরিক্ত মনোযোগ দেওয়া এবং আমেরিকার অগ্রাধিকারমূলক পররাষ্ট্রনীতির সঙ্গে এর অসঙ্গতি রয়েছে।
মার্কিন প্রশাসনের বরাতে রয়টার্স বলছে, আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স