ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​আইএসপিআরের তথ্যে নিহত ৩১, সরকারি হিসেবে কমে ২৯

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৫:২৩:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৬:০১:৩৪ অপরাহ্ন
​আইএসপিআরের তথ্যে নিহত ৩১, সরকারি হিসেবে কমে ২৯ ​ছবি: সংগৃহীত
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা নিয়ে তথ্যগত গড়মিল দেখা দিয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে (বেলা ১১টা পর্যন্ত) সরকারের পক্ষ থেকে ২৯ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে। অথচ প্রায় ২৪ ঘণ্টা পূর্বে, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত, আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) জানিয়েছিল যে এ দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন।

শুধু নিহত নয়, আহতদের সংখ্যা নিয়েও সরকার এবং আইএসপিআরের দেওয়া তথ্যে অমিল রয়েছে। মঙ্গলবার আইএসপিআর ১৬৫ জন আহতের তথ্য জানিয়েছিল। তবে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, বর্তমানে ৬৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই তথ্যগত অসামঞ্জস্য বিভিন্ন মহলে প্রশ্ন তুলেছে।

মঙ্গলবার আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬, লুবনা জেনারেল হাসপাতালে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বুধবারের তালিকা অনুযায়ী, নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫, লুবনা জেনারেল হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

দুটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইএসপিআর উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল যেটি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই। এ ছাড়া সিএমএইচে নিহতের সংখ্যা আইএসপিআর ১৬ জন জানালেও সরকার বলছে ১৫। লুবনা জেনারেল হাসপাতালে আইএসপিআর দুজন আর সরকার একজন নিহতের তথ্য দিয়েছে। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা আইএসপিআরের থেকে একজন বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ