শিগগির চীন সফরে যেতে পারেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৭-২০২৫ ০৪:১৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৫ ০৪:১৪:০৬ অপরাহ্ন
ফাইল ছবি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ জুলাই) হোয়াইট হাউসে সংবাদিকদের এ কথা বলেছেন তিনি। ট্রাম্পের এই সফরের উদ্দেশ্য দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার একটি সমাধান করা।
ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন। অদূর ভবিষ্যতেই আমরা এটা করব। দিনটি খুব দূরে নয়।’ চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের এশিয়া সফরের কথা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র।
তখন দুই নেতার মধ্যে সাক্ষাতের বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও শি জিনপিংয়ের সহযোগীরা।তবে সাক্ষাতের ওই পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। সূত্র জানিয়েছে, চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে যোগ দেওয়ার সময়ে চীনে যাত্রাবিরতি দিয়ে শির সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প। ওই সম্মেলনের ফাঁকেও তাদের সাক্ষাৎ হতে পারে।
আরেকটি সম্ভাব্য তারিখ হলো আগামী ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে সেদিন বেইজিংয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে সময় চীন সফর করতে পারেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। চীনের প্রেসিডেন্ট নিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের সময়। ফিলিপাইন নিয়ে ট্রাম্প বলেন, ‘দেশটি হয়তো কিছু সময়ের জন্য চীনের দিকে ঝুঁকে পড়েছিল। তবে আমরা দ্রুতই তাদের ফিরিয়ে এনেছি। তিনি (মার্কোস) যদি চীনকে সঙ্গে নিয়ে চলেন, তাহলে আমি কিছু মনে করব না। কারণ, আমরাও ভালোভাবে চীনকে সঙ্গে নিয়ে চলছি।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স