ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রলীগ নেতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:২৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:২৫:৫৮ অপরাহ্ন
​দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রলীগ নেতার সংবাদচিত্র: সংগৃহীত
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন কমিটির সভাপতি সাজ্জাদুল ইসলাম। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে নিজ বাড়িতে বালতি ও গামলাভর্তি দুধ দিয়ে গোসল করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সাজ্জাদুল ইসলাম। একইসঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে না জড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

সাজ্জাদুল ইসলাম বলেছেন, “আমি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু, দলটির জ্ঞানহীন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমাকে বারবার মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে আঘাত করেছে। আমি সজ্ঞানে ও স্বেচ্ছায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছি। আজ থেকে সংগঠনের সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।”

তিনি আরো বলেন, “সরকার পতনের পর আমার বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে। আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। জড়িত না থেকেও নাশকতার মামলায় জেল খেটেছি। জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে। এসব কারণে আজ দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিলাম। খুব শিগগিরিই লিখিত পদত্যাগপত্র জমা দেব।”

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ