কর্ণফুলী টানেলে চার দিন ট্রাফিক ডাইভারশন থাকবে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৭-২০২৫ ০১:২৮:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৫ ০১:২৮:১৩ অপরাহ্ন
ফাইল ছবি
রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা চার দিন রাত থেকে ভোর পর্যন্ত কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশন থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ (জেট ফ্যান পরিষ্কার/রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং) কাজের জন্য আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা টু আনোয়ারা’ টিউব থেকে ট্রাফিক ডাইভারশন করে ‘আনোয়ারা টু পতেঙ্গা’ টিউবের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয় মুখে যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে। এই অবস্থায় কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদও জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স