ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​মাইলস্টোন ট্র্যাজিডি

মা-বাবাকে একা করে চলে গেল ভাই-বোন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ১০:৪৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন
মা-বাবাকে একা করে চলে গেল ভাই-বোন ফাইল ছবি
এক ছেলে, এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল আশরাফুল ইসলামের। গ্রামের বাড়ি রাজবাড়ী। কাজের সুবাদে স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে থাকতেন ঢাকার উত্তরার তুরাগ এলাকায়। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ভর্তি করেছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে আগুন ধরা অবস্থায় বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সেই সাথে বিধ্বস্ত হয় আশরাফুলের সুখের সংসার। মেয়েকে দাফন করে ছুটে এসেছিলেন হাসপাতালে ভর্তি ছেলের কাছে। সেও চলে গেল না ফেরার দেশে।  

মঙ্গলবার (২২ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট নাফি। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এর আগের দিন রাতে তার বোন নাজিয়া (১৩) মারা যায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, “নাফির শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাকে আর বাঁচানো গেল না। তার বোন নাজিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।” 

এ নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত শুধু এই হাসপাতালেই ১২ জন মারা গেছেন। মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। দগ্ধ ও আহত আরো অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।একই পরিবারের দুই শিশুকে হারানোয় নাফি-নাজিয়ার বাবা-মায়ের কান্না হাসপাতালের বার্ন ইউনিটে উপস্থিত অনেককেই চোখের জল ফেলতে বাধ্য করেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ