ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​৯ ঘণ্টা অবরুদ্ধ

অবশেষে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা-প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:১৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৯:২৮:৩৬ অপরাহ্ন
অবশেষে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা-প্রেস সচিব ​ছবি: সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টায় পুলিশ প্রহরায় তাঁদের গাড়িতে করে কলেজ থেকে বের করা হয়। পরে মেট্রো রেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বহনকারী গাড়িগুলো বেরিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপদেষ্টারা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিদাওয়া জানান। সব দাবি মেনে নেয়ার পরও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন। এজন্য উপদেষ্টারা বের হতে পারছিলেন না।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুই উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও প্রেস উইংয়ের সদস্যরা বেরিয়ে গেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

দিয়াবাড়ি মোড়ে বাধা পেয়ে ফের কলেজে দুই উপদেষ্টা ও প্রেস সচিব


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ