শেওড়াপাড়ায় ভয়াবহ আগুন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৭-২০২৫ ০৬:৪৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৭-২০২৫ ০৬:৪৬:৩৭ অপরাহ্ন
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস জানায়, যে ভবনে আগুন লেগেছে সেখানে ফ্যামিলি বাসা ও দোকান উভয়ই রয়েছে। আগুন লাগার পর তা দ্রুত ভবনের একাধিক অংশে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এদিকে হঠাৎ আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ভবন থেকে বের হয়ে যান। ট্রাফিক ব্যবস্থায়ও কিছুটা বিঘ্ন ঘটে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পৌঁছেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স