চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৭-২০২৫ ০৪:৫৬:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৭-২০২৫ ০৪:৫৬:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিদুয়ান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদীমোরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রিদুয়ান (২২)। তিনি রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মঞ্জুর আলমের মালিকানাধীন এক ব্যক্তির কাঠের দোকানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতে নিহত যুবক দোকানের পূর্ব পাশে টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স