ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের গেটে তালা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০২:১৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৪:১০:০০ অপরাহ্ন
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের গেটে তালা সংবাদচিত্র: সংগৃহীত
শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও এবং মেইন গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানেই অবস্থান নেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বোর্ডের সামনে পৌঁছে প্রথমে স্লোগান দিতে থাকেন, পরে এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল ভবনের গেটে তালা লাগিয়ে দেন। মিছিলটিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। প্রতিবাদরত শিক্ষার্থীরা হাতে প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ এমন নানা শ্লোগানে মুখর ছিল বোর্ড চত্বর।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। তাদের দেওয়া দাবিগুলো হলো- শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে, মাইলস্টোনে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, যারা আহত হয়েছে তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করতে হবে। 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, “গতকাল মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে।” শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের অজ্ঞাত রেখে শিক্ষা মন্ত্রণালয় রাত ৩টার সময় হঠাৎ করে নোটিশ জারি করেছে, যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এজন্য শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চান তারা।শিক্ষার্থীদের এই অবরোধ এবং ঘেরাও কর্মসূচি স্থানীয় প্রশাসন ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। 

এদিকে, প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, “শিক্ষার্থীরা আমাদেরকে মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমরাও ঊর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ