ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​মাকে মারধর করা ছেলের প্রাণ গেল গণপিটুনিতে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১১:৫৮:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১১:৫৮:৪৬ পূর্বাহ্ন
​মাকে মারধর করা ছেলের প্রাণ গেল গণপিটুনিতে সংবাদচিত্র: সংগৃহীত
সাতক্ষীরার তালা উপজেলায় নিজের মাসহ নিজ স্ত্রীকে মারধরের পর গনপিটুনিতে মো. হাবিবুর রহমান মোড়ল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আটারী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান আটারী গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।

স্থানীয়রা জানায়, হাবিবুর রহমান মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য স্ত্রী ও মায়ের ওপর নির্যাতন চালাতেন। সোমবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাদানুবাদের জেরে স্ত্রী ও মাকে মারধর করলে স্থানীয়রা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে হাসপাতালে নেওয়ার পথে হাবিবুরের মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শান্তা বেগমের ভাষ্য, নেশার টাকার জন্য প্রায়ই তাকে মারধর করতেন হাবিবুর। সোমবার রাতে বাড়িতে ফিরে সে মটরসাইকেল কেনার জন্য শাশুড়ির কাছে টাকা দাবি করে। একপর্যায়ে জমি বিক্রি করে টাকা দিতে চাইলে উত্তেজিত হয়ে আমাকে ও শাশুড়িকে মারধর শুরু করে। এ সময় আমাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে হাবিবুরকে সামান্য মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুরের মা পারুল বেগম জানান, স্ত্রীসহ তাকে মারধর করায় স্থানীয়রা ছুটে আসে। এ সময় বানাদুবাদের জেরে লোকজনের সামনে তাদের দুজনকে আবারও মারধর শুরু করলে উপস্থিত লোকজন হাবিবুরকে মারপিট করে। সে মারা যাবে এমনটা ভেবে তাকে কেউ মারেনি। তালা থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ