ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১১:০৫:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১১:০৫:০৭ পূর্বাহ্ন
​বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু সংবাদচিত্র: সংগৃহীত
বিদ্যুতের জাতীয় গ্রিডে সমস্যার কারণে চার ঘণ্টা পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু করা হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে দুটি ইউনিট।মঙ্গলবার সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি জানান। তিনি বলেন, ‘গত রাত ১১টার দিকে তাপ বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটটি চালু করা গেছে। এখন এই ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে এখনও ৩নং ইউনিটটি চালু করা যায়নি। গ্রিড সমস্যার কারণে বেশ কিছু যন্ত্রাংশ ড্যামেজ হয়ে গেছে। সেসব মেরামত করে ইউনিটটি চালু করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় তা জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কিন্তু সন্ধ্যায় জাতীয় গ্রিডে সমস্যার কারণে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ সমস্যা হয়। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।এর আগে সোমবার সকালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। আর সন্ধ্যার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল এবং জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। এদিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২নং ইউনিটটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।

২০০৬ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়। প্রথমে ১২৫ করে দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ২৫০ মেগাওয়াট। ২০১৭ সালে এই কেন্দ্রে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের যাত্রা শুরু হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ