ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​'স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে পাহাড়ে বৈষম্য-লুটপাট চালিয়েছে'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:৩৬:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:৩৬:০২ অপরাহ্ন
​'স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে পাহাড়ে বৈষম্য-লুটপাট চালিয়েছে' ​ছবি: সংগৃহীত
পাহাড়ে স্বাস্থ্য ও শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। বরং স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে পাহাড়ে বৈষম্য-লুটপাট চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২১ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি ও এক দফা আন্দোলনের আত্মত্যাগ স্মরণে এই কর্মসূচির আয়োজন করে এনসিপি।

চট্টগ্রাম থেকে আগত কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার মোড় থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে শেষ হয় পৌর শাপলা চত্বরে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘পাহাড়ের তিন পার্বত্য জেলার সমস্যা একই রকম। পাহাড়ি-বাঙালিদের মধ্যে সমন্বিতভাবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হবে। জাতিসত্তার ঐক্য ও সম্প্রীতি রক্ষা করেই এই লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে পাহাড়ে বৈষম্য ও লুটপাট চালিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এই বৈষম্যের বিরুদ্ধে পাহাড়ে-সমতলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আখতার হোসেন, যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন, জেলা পর্যায়ের নেতা সুচিং মারমা ও শাহ নেওয়াজ।

সভাপতিত্ব করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা। পুরো কর্মসূচি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

এদিকে ঢাকা মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানের বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সমাবেশের শুরুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইনজিব মুফতি।

সমাবেশ ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় খাগড়াছড়ি প্রশাসন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ