ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:২৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:২৩:৩১ অপরাহ্ন
​দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি সংবাদচিত্র: সংগৃহীত
চাঁদপুরে জুলাই পুনর্জাগরণ কর্মসূচিতে ২৪ এর রঙে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। দেয়ালে দেয়ালে গ্রাফিতি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের রঙিন এসব গ্রাফিতি।

রোববার (২০ জুলাই) চাঁদপুর সরকারি মহিলা কলেজের দেয়ালে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। সকাল দশটায় শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে বেলা ১টা পর্যন্ত। প্রতিযোগিতায় জেলার জেলার ৮ উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩ জন বিজয়ী বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। 

গ্রাফিতি প্রতিযোগিতা বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন বলেন, এই গ্রাফিতির মাধ্যমে দেশের মানুষের মনের মধ্যে অধিকারের যে দাবি তা ফুটে উঠেছে। গত বছর এই সময় আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, নির্যাতিত হয়েছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি। আর সেই চিত্রই এই গ্রাফিতিতে ফুটে উঠেছে। আর যারা ওই সময় এই গ্রাফিতি একে অভ্যুত্থানকে বেগবান করেছে তাদের অবদানও কোনো অংশে কম ছিল না। সারাদেশেই এটি হচ্ছে। আশা করছি, এর মাধ্যমে জুলাই-আগস্টের প্রকৃত চিত্র ফুটে উঠবে।

জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, শিক্ষার্থীদের মনের ভেতর জুলাই বিপ্লব নিয়ে যে চিন্তা চেতনা রয়েছে তা তারা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছে। এমন কর্মকাণ্ড তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে আনবে। এ সময় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আর ইমরান খাঁন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ প্রশাসনের কর্মকর্তারা গ্রাফিতি আঁকা স্থান পরিদর্শন করেন এবং এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ