ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​ইলিশের দাম মানুষের নাগালে নেই: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০১:৪৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:২৬:২৮ অপরাহ্ন
​ইলিশের দাম মানুষের নাগালে নেই: উপদেষ্টা সংবাদচিত্র: সংগৃহীত
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে ইলিশের ভরা মৌসুম চলছে। তবে এখনো ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। সোমবার (২১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 উপদেষ্টা বলেন, আগামী ২২ থেকে ২৮ জুলাই সারাদেশে 'জাতীয় মৎস্য সপ্তাহ ২০০৫' পালন করা হবে। মৎস্য খাতে অবদান রাখায় এবার সবটি ক্ষেত্রে ১৬ জন মৎস্যচাষি, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনকে জাতীয় মৎস্য পদক দেয়া হবে।

দেশে ইলিশের ভরা মৌসুম চলছে জানিয়ে তিনি বলেন, চলতি বছর দেশে ৫ লাখ ৪৫ হাজার মেট্রিক টন পর্যন্ত ইলিশ উৎপাদন হতে পারে। তবে এখনো ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। এক কেজি সাইজের প্রতি কেজি ইলিশের দাম এখনো ২ হাজার ৫০০ টাকা বলে জানান ফরিদা আখতার। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ