ভাড়ায় মিলছে যন্ত্রপাতি, ধরা খেলে জামিন সুবিধা
ছিনতাই এখন ‘প্যাকেজ ডিল’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৭-২০২৫ ১২:৫৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৭-২০২৫ ০২:২৮:১৫ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানী ঢাকায় ছিনতাই এখন আর শুধুই হঠাৎ ঘটে যাওয়া অপরাধ নয়-এটা যেন পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ ‘সার্ভিস সিস্টেমে’। চাঞ্চল্যকর তথ্য বলছে, শহরে সক্রিয় একটি চক্র ছিনতাইয়ের জন্য ভাড়ায় চাপাতি ও মোটরসাইকেল সরবরাহ করছে। এমনকি ছিনতাইকারীরা পুলিশের হাতে ধরা পড়লে তাদের জামিনে ছাড়িয়ে আনতেও বিনিয়োগ করে এই অপরাধী চক্রটি। সম্প্রতি ছিনতাইয়ের একাধিক ভাইরাল ভিডিও ও পুলিশি তদন্তে উঠে এসেছে এ ভয়াবহ চিত্র।
রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা গেছে, ছিনতাইকারীরা চাপাতি নিয়ে পথচারীদের উপর হামলা চালাচ্ছে। অনেক সময় তাদেরকে মোটরসাইকেল ব্যবহার করতেও দেখা গেছে। এই চিত্রগুলো সামনে আসার পর তদন্তে নামে পুলিশ। তখনই বেরিয়ে আসে এক ভয়াবহ তথ্য।
তদন্তে দেখা গেছে, ঢাকায় একটি সংঘবদ্ধ চক্র ভাড়ায় চাপাতি ও মোটরসাইকেল সরবরাহ করছে ছিনতাইয়ের জন্য। শুধু তাই নয়-ধরা পড়া ছিনতাইকারীদের জামিনে ছাড়িয়ে আনতেও বিনিয়োগ করে এই চক্র।গত ১১ জুলাই রাজধানীর শ্যামলীতে এমন এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এক পথচারীকে চাপাতি হাতে ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তার ব্যাগ, মোবাইল ফোন, এমনকি গেঞ্জি-জুতাও কেড়ে নেয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানায়, চক্রের মূলহোতা ‘কবির’ নামের এক ব্যক্তি। তার কাছ থেকে ছিনতাইকারীরা চাপাতি ও মোটরসাইকেল নেয় ভাড়ায়। অগ্রিম কিছু দিতে হয় না-ছিনতাইয়ের পর মাল বিক্রি করেই মেটানো হয় ভাড়া। অনেক সময় মাল কেনার ভূমিকাও নেয় চক্রের লোকজনই।আরো ভয়ঙ্কর তথ্য হলো-যদি কোনো সদস্য ধরা পড়ে, তাহলে চক্র থেকেই দেওয়া হয় জামিনের টাকা। জামিনে বেরিয়ে নতুন করে ছিনতাই করে সেই টাকা ফেরত দেয় অপরাধীরা।
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, “তারা চাপাতি, মোটরসাইকেল ভাড়া দেয়। এর বিনিময়ে ছিনতাই করা মাল তাদের কাছে বিক্রি করে দেয় ছিনতাইকারীরা।” ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “এসব অপরাধে কারা জড়িত তা আশপাশের লোকজনের সহায়তায় শনাক্ত করা হচ্ছে। আগে যারা এসব অপরাধে যুক্ত ছিল, তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে।”
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স