ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​ঝালকাঠিতে তিন বছরেও সেতু না হওয়ায় বিপাকে ২ লাখ মানুষ

সেতুর অভাবে ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১১:৪২:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১২:৪৯:৩৪ অপরাহ্ন
সেতুর অভাবে ভোগান্তি চরমে সংবাদচিত্র: সংগৃহীত
তিন বছরেও শেষ হয়নি ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া খালের ওপর সেতু নির্মাণের কাজ। সময় ও বরাদ্দ বাড়লেও নেই দৃশ্যমান অগ্রগতি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের প্রধান সড়কে সেতু না থাকায় এ্যাম্বুলেন্স চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে পড়েছেন রোগীসহ প্রায় দুই লাখ মানুষ।

জানা গেছে, ২০১৬ সালের ১৭ আগস্ট একটি কার্গো ধাক্কা দিলে ৬৮ মিটার দীর্ঘ সেতুটি ভেঙে পড়ে। এরপর ২০২১-২২ অর্থবছরে আইবিআরপি প্রকল্পের আওতায় এলজিইডি নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ২০২২ সালের মে মাসে কাজ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে। তবে ডিজাইন পরিবর্তনের কারণে মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে মেসার্স সুপ্তি কনস্ট্রাকশন অ্যান্ড কবির ব্রাদার্স। কিন্তু তিন বছরের বেশি সময় পার হলেও বসানো হয়েছে মাত্র কয়েকটি পিলার। সেতুর পাশেই স্থানীয়দের চলাচলের জন্য কাঠের বিকল্প একটি সেতু তৈরি করা হলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন কাঠালিয়া উপজেলার কয়েক হাজার মানুষ এ সড়ক ব্যবহার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পাশের বরগুনার বামনা ও বেতাগী থেকেও অনেকে এই হাসপাতালমুখী হন। কাঠের সেতু দিয়ে রোগী পরিবহন করতে গিয়ে বাড়তি ঝুঁকি ও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস তালুকদার বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক রোগী অন্যত্র চলে যাচ্ছে। ফলে তারা কাঙ্খিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’ স্থানীয় যুবক সবুর হোসেন বলেন, ‘নিকটবর্তী হওয়ায় এ হাসপাতালে বামনা ও বেতাগীর মানুষও আসতেন। কিন্তু এখন সবাই চরম দুর্ভোগে পড়েছেন।’স্কুল শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, ‘কাঠের সেতুটি খুবই নাজুক। বর্ষায় রিকশা ও অটো চলাচলে ঝুঁকি আরও বেড়েছে।’

এ বিষয়ে ঝালকাঠি এলজিইডির সহকারী প্রকৌশলী সুবীর সরকার বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।’ উল্লেখ্য, কাঠালিয়া উপজেলায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। এখানে থাকা একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাশের আরও দুই উপজেলার মানুষ চিকিৎসার জন্য আসেন। তবে দীর্ঘদিন ধরে সেতু না থাকায় স্বাস্থ্যসেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ