৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৭-২০২৫ ১১:৩০:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০৭-২০২৫ ১১:৩০:৫৫ পূর্বাহ্ন
ফাইল ছবি
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ হয়েছে। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২০ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে। এবারের এমসিকিউ-ভিত্তিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার (১৮ জুলাই)। পরীক্ষায় অংশ নেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
জানা যায়, এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন। ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা ফল দেখতে এখানে ক্লিক করুন। এর আগে রবিবার (২০ জুলাই) ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ সংশয় বিষয়) সময়সূচি ও আসন বিন্যাস বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রকাশ করা হয়েছে।
৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাংলাস্কুপ/ডেস্ক /এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স