চট্টগ্রামে বাসে আগুন, চালক-হেলপার আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৭-২০২৫ ০৯:১১:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৭-২০২৫ ০৯:১১:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকায় একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে, ঘটনাটি নাশকতা না কি দুর্ঘটনা—তা এখনো নিশ্চিত নয়।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাসটির চালক ও হেলপারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তারা আগুন লাগার খবর পায় এবং দ্রুত ইউনিট পাঠানো হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘নিউমার্কেট মোড়ে একটি বাসে আগুন লেগেছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এটি দুর্ঘটনা, না কি কোনো ধরনের নাশকতা—তা খতিয়ে দেখা হচ্ছে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স