ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ মেট্রিক টন গম আমদানির চিন্তা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:০৬:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:০৬:৫৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ মেট্রিক টন গম আমদানির চিন্তা ​ছবি: সংগৃহীত
দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান ও খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে গম আমদানি নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় প্রতিযোগিতামূলক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানি করতে চায় সরকার। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য সচিব মাসুদুল হাসানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন এবং বাণিজ্য সচিবসহ উভয়পক্ষের সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে। উভয় দেশের জনগণ এতে উপকৃত হবে।

আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানির বিষয়ে এ সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের গম অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ কে সোয়ার স্বাক্ষর করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ