ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১২:৪৪:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১২:৪৪:৪৮ অপরাহ্ন
ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ ফাইল ছবি
কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে হতাশাজনক পারফরম্যান্সের কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। তবে এবার ঘরের মাঠে, পরিচিত কন্ডিশনে সেই ব্যর্থতার বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। 

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ৩ বার জয় পেয়েছে বাংলাদেশ, বাকি ১৯ ম্যাচে জিতেছে পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজের চিত্রও একইরকম। ছয় সিরিজের মধ্যে পাঁচটিতে জয়ী পাকিস্তান, বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। তবে একমাত্র সান্ত্বনার জায়গা হলো, ২০১৫ সালে ঘরের মাঠে এক ম্যাচের সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসে ভরপুর। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেন,'রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে রেকর্ড বদলাতে সময় লাগবে না।'তিনি আরও জানান, পাকিস্তানে ব্যর্থতার পর দলের মনোবল কিছুটা নড়ে গিয়েছিল, তবে শ্রীলঙ্কার বিপক্ষে কামব্যাক করার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। তবে নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ, তাই মনোযোগ ধরে রাখাটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন লিটন। 

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা স্কোয়াডই রাখা হয়েছে পাকিস্তান সিরিজে। শুক্রবার ছিল ঐচ্ছিক অনুশীলন, তবে শনিবার সন্ধ্যায় পুরো দল ফ্লাডলাইটে করেছে পূর্ণ অনুশীলন। ধারণা করা হচ্ছে, আগের একাদশই আজ মাঠে নামবে। তবে শেষ মুহূর্তে পরিবর্তন হলে শরিফুল ইসলামের জায়গায় দেখা যেতে পারে তাসকিন আহমেদকে।পাকিস্তান দলে এবার নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে দলে আছেন বিপিএল খেলা অন্তত ৯ জন ক্রিকেটার, যারা মিরপুরের কন্ডিশনের সঙ্গে পরিচিত। পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েই পরিকল্পনা সাজিয়েছেন তারা। 'বাংলাদেশ ঘরের মাঠে সবসময়ই শক্তিশালী দল। আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে,'—বলেছেন সালমান। মিরপুরের উইকেট ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব এবং কখনো কখনো রহস্যময় আচরণ করে। দুই অধিনায়কই স্পোর্টিং উইকেটের আশায় থাকলেও একাদশ নির্বাচন করা হবে উইকেট দেখে। ফলে ম্যাচের দিন বিকেলেই একাদশ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

৯ বছর ধরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে কোনো সিরিজ জয় নেই বাংলাদেশের। এবার সেই আক্ষেপ ঘোচানোর মোক্ষম সুযোগ। লিটন দাস চান নিজেদের পরিকল্পনায় মনোযোগ রেখে স্মার্ট ক্রিকেট খেলতে। 'কীভাবে জিতবো সেটা ভাবার চেয়ে, কীভাবে ভালো খেলবো সেটার দিকেই মনোযোগ দিচ্ছি।' শুধু পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের বদলা নয়, দীর্ঘ ৯ বছরের অপেক্ষাও ঘোচানোর লক্ষ্য নিয়ে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ