ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে সতর্ক থাকার আহবান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৭-২০২৫ ১০:৪৬:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৫ ১০:৪৭:৩৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচন আসন্ন। এ অবস্থায় আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যেন চরমপন্থা বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সতর্ক থাকার আহবান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর কেআইবি মিলনায়তনে ২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় অনলাইনে যুক্ত হয়ে এ আহবান জানান তিনি।
তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, কারো রাজনৈতিক অভিলাষ পূরণের একমাত্র মাধ্যম হওয়া উচিত জনগণের রায়। রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব কিনা, সে প্রশ্ন থেকেই যায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। আমি আশা করি, তারা আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখবে। গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো তাদের পাশে থাকবে।
তারেক রহমান বলেন, ‘৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে স্মরণীয় হয়ে আছেন, ২০২৪ সালের শহীদরাও তেমনি স্মরণীয় হয়ে থাকবেন। কোটা সংস্কার আন্দোলন ১৬ জুলাইয়ের পর আর শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তখন বিশ্বাস জন্মেছিল, মাফিয়া সরকারের পতন সময়ের ব্যাপার। সে বিশ্বাস থেকেই গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেয়। এ আন্দোলন যেন একক দলের বলে পরিচিত না হয়, সেটি আমরা নিশ্চিত করেছি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদরা জাতির গৌরব। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব। আর তা শুরু হবে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেজন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে।
বাংলা স্কুপ/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স