‘তারেক জিয়ার সাথে ড. ইউনূসের মিটিং একটা পক্ষ মানতে পারছে না’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৭-২০২৫ ০৪:৫৫:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৫ ০৮:৩০:২৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক একটা পক্ষ মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (১৯ জুলাই) নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, লন্ডনে তারেক জিয়ার সাথে ড. মুহাম্মদ ইউনূস সাহেবের মিটিং– এইটা একটা পক্ষ মেনে নিতে পারছে না। আমাদের নেতা বলেছেন একটা দেশ পরিচালনা করতে নির্বাচন দরকার। তিনি বারবার বলেছেন দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় বসাবে, সেই দলের নেতা দেশের প্রধানমন্ত্রী হবেন।
দুলু আরও বলেন, তারেক জিয়া আরও বলেছেন, এ দেশের মানুষ যদি বিএনপিকে তিনশ আসনের মধ্যে আড়াইশ আসনে ভোট দিয়ে নির্বাচিত করেন তবুও তিনি সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন।
কর্মী সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেক সরদারসহ দলের নেতাকর্মীরা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স