ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাগিংয়ে নিহতদের তালিকা করুন: সরকারকে আবরারের বাবা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৪:৩০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৪:৩১:৫৮ অপরাহ্ন
র‌্যাগিংয়ে নিহতদের তালিকা করুন: সরকারকে আবরারের বাবা ​ছবি: সংগৃহীত
গত ১৬ বছর আওয়ামী লীগের শাসন আমলে দেশের বিভিন্ন ক্যাম্পাসে র‌্যাগিংয়ে নিহত শিক্ষার্থীদের তালিকা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ২০১৯ সালে বুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বরকত উল্লাহ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময় নিহতদের তালিকার করা হলেও ক্যাম্পাসের হলে হলে র‌্যাগিংয়ে নিহতদের জন্য কোনো কিছু করা হচ্ছে না। ৬ বছর আগে আমার ছেলে বুয়েটে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত হলেও এখনও বিচার পাইনি। বর্তমান সরকারকে আমি এসবের তালিকা করতে অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, আমার ছেলে আবরারের কী দোষ ছিল? সে ফেসবুকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিল। তাছাড়া ৪৭-এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্রবন্দর ছিল না বলেও সে স্ট্যাটাস দিয়েছিল। এসব দেশবিরোধী চুক্তি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটাই তার দোষ ছিল। এ ঘটনার ৬ বছর পরও তার হত্যার বিচার পায়নি। আমি অতি তাড়াতাড়ি তার হত্যার বিচার দেখতে চাই।

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ