রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। ইতোমধ্যে জামায়াত আনুষ্ঠানিকভাবে দেশের ডানপন্থী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানালেও বিএনপি এ সমাবেশে যাচ্ছে না।
শনিবার (১৯ জুলাই) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, জামায়াতের সমাবেশে বিএনপির পক্ষ থেকে কেউ অংশ নিচ্ছেন না। তার এই বক্তব্যের মাধ্যমে জামায়াত-বিএনপি সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের অনেকটাই অবসান হয়।
অন্যদিকে জামায়াতের আমন্ত্রণে সমাবেশে অংশ নিচ্ছে বেশ কয়েকটি ইসলামপন্থী ও জাতীয়তাবাদী ঘরানার দল। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমি নিজে যাচ্ছি, আমাদের দলের আরও তিনজন প্রতিনিধি থাকবেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অংশ নেবেন সমাবেশে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। দলের আমির মাওলানা মামুনুল হক বর্তমানে উত্তরবঙ্গে সফররত থাকায় তিনি অংশ নিতে পারছেন না।
অন্যদিকে নাগরিক ঐক্য, এবি পার্টি এবং গণসংহতি আন্দোলন সমাবেশে অংশ নিচ্ছে না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে চিকিৎসাধীন, আর বাকিরা সরাসরি না করে দিয়েছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
জামায়াতের সমাবেশে আসতে পারে যেসব দল