জামায়াতের সমাবেশে আসতে পারে যেসব দল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৭-২০২৫ ১২:৫২:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৫ ০৩:৩৬:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সাত দফা দাবিতে শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশের আনুষ্ঠানিকতা সকাল দশটায় শুরু হলেও মূল পর্ব বেলা ২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।
দলের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, আজকের সমাবেশে আমরা বিএনপি ও দেশের সব ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক দলকে দাওয়াত দিয়েছি। আশা করছি, তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে আমাদের পাশে এসে দাঁড়াবে।
তিনি আরও জানান, দেশে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই সমাবেশ হবে একটি শক্তিশালী বার্তা।
সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে হাজার হাজার জামায়াতের নেতাকর্মী অবস্থান করছে।
দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছে হাজারো নেতাকর্মী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স